Ebook: Deshatwbad Rashtra Kartritwer Motadorsik Dweshprem
Author: Rokon Rocky
- Genre: Other Social Sciences // Politics
- Tags: Deshprem দেশপ্রেম চেতনা Bangladesh বাংলাদেশ
- Year: 2020
- Publisher: Dyu Publication
- City: Dhaka
- Edition: 1
- Language: Bengali
- pdf
বাংলাদেশের পরিস্থিতিতে জাতীয়তাবাদের প্রতিক্রিয়াশীল চরিত্র মানবিকতার ভিত্তিতে সমাজকে এগিয়ে নেওয়ার কার্যক্রমের পথে প্রতিনিয়ত বাধা হয়ে দাঁড়াচ্ছে। সকল ধরনের সামাজিক ও ব্যক্তিক সমালোচনা নিয়ন্ত্রণ ও দমন করতে এবং দাবি-দাওয়াকে পাশ কাটিয়ে জনস্বার্থ-বিরুদ্ধ কাজের মাধ্যমে নিজ স্বার্থকে প্রতিষ্ঠা করতে শাসকদল জাতীয়তাবাদের বিমূর্ত আদর্শের আশ্রয় নিচ্ছে। এই বোধ থেকেই লেখক জাতীয়তাবাদের স্বরূপকে তুলে ধরেছেন এ বইটিতে। চরিত্রগত দিক থেকে দেখতে গেলে জাতীয়তাবাদের সাথে দেশপ্রেমের বেশ মিল খুঁজে পাওয়া যায়। স্বজাতির প্রতি প্রেম আর পরজাতির প্রতি ঘৃণার পার্থক্যকে প্রকাশ করতে তাই লেখক বাংলায় দেশপ্রেমের বদলে ‘দেশাত্ববাদ’ শব্দবন্ধ ব্যবহার করেছেন। নতুন এই শব্দটির প্রয়োজনীয়তা লেখক প্রথম প্রবন্ধে ব্যাখ্যা করেছেন। বইয়ের অন্য প্রবন্ধগুলো বিভিন্ন লেখকের লেখা থেকে বাংলায় অনুবাদ করা। এগুলোতে জাতি, দেশ, জাতিপ্রেম, জাতীয়তাবাদ, দেশপ্রেম, দেশাত্ববাদ শব্দ ও ধারণাগুলোকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে জাতীয়তাবাদ ও জাতিরাষ্ট্রের ঐতিহাসিক বিকাশ সম্পর্কে। আছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের আন্তঃসম্পর্ককে স্পষ্ট করে তুলে ধরার প্রয়াস। অধিকাংশই পশ্চিমের লেখকদের প্রবন্ধের অনুবাদ বলে বাস্তবতার বিশ্লেষণে উঠে এসেছে পশ্চিমের সমাজ ও রাষ্ট্র পরিস্থিতি। তবে আমাদের বর্তমান সমাজ ও রাষ্ট্রের প্রেক্ষিতে তা সমানভাবে প্রাসঙ্গিক।
Download the book Deshatwbad Rashtra Kartritwer Motadorsik Dweshprem for free or read online
Continue reading on any device:
Last viewed books
Related books
{related-news}
Comments (0)